বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের একযুগপূর্তি উদযাপনে আসছে জনপ্রিয় ব্যান্ড আভাস। আগামীকাল (১১ ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাতাবে জনপ্রিয় এই ব্যান্ডটি।
শিক্ষার্থীরা জানান, বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগটি একযুগপূর্তি উদযাপন করতে যাচ্ছে। দিনব্যাপি আয়োজনে সকালে কেক কাটার মধ্য দিয়ে উনুষ্ঠানের শুরু হবে। আলোচনা সভা হবে।
এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে জনপ্রিয় ব্যান্ড আভাস। দিনব্যাপী এ উৎসবকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বিভাগের ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, একযুগপূর্তি উপলক্ষে আমরা জাঁকজমকপূর্ণভাবে লোকপ্রশাসন পরিবার একটি বড় আয়োজন করতে যাচ্ছি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আয়োজন সুন্দর হচ্ছে। আমরা আশা খুব সুন্দর একটি প্রোগ্রাম হবে।
লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড.ইসরাত জাহান লিজা বলেন, বিভাগের একযুগপূর্তিতে আমরা খুবই বড় পরিসরে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাদের আহ্বান থাকবে সকলেই সন্ধ্যার সাংস্কৃতিক পর্বটি শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন। এসময় সকলের সহযোগিতায় এমন একটি বড় উদ্যোগকে সাফল্যমন্ডিত করারও আহ্বান জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC