ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

আবেদনময়ী হয়ে থাকতে পছন্দ করেন এই সাবেক গলফ তারকা

The former golf star paige spiranac likes to be attractive
আবেদনময়ী হয়ে থাকতে পছন্দ করেন এই সাবেক গলফ তারকা। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন গলফার ও জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব পেইজ স্পির‍্যান্স। অধিকাংশ সময়ই খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করেন তিনি। এ নিয়ে সাবেক মার্কিন গলফারকে বেশ সমালোচনাও শুনতে হয়। যদিও এসব সমালোচনায় খুব একটা কান দেন না তিনি। 

৩০ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে স্পির‌্যান্সের অনুসারীর সংখ্যা ৩ দশমিক ৮ মিলিয়ন। সেখানে রকম বাহারি পোশাকে আবেদনময়ী ছবি পোস্ট করেন তিনি।

সম্প্রতি কে অ্যাডামসের ‘আপ এন্ড অ্যাডামস শো’তে এক সাক্ষাৎকার দিয়েছেন স্পির‍্যান্স। সেখানে তিনি জানান, ‘যখন তিনি বেশি আত্মবিশ্বাসী হন তখনই আবেদনময়ী পোশাকে নিজেকে মেলে ধরেন।’

স্পির‍্যান্স বলেন, ‘আমি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করি সেভাবে পোশাক পরি। আমি আবেদনময়ী হতে পছন্দ করি। যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয় তখন আবেদনময়ী হয়। এটা আমার শরীর, আমার পছন্দ এবং আমি কোন পোশাক পরবো তা আমিই নির্ধারণ করি।’

সাবেক মার্কিন এই গলফার আরও বলেন, ‘আপনি খেলার ঐতিহ্যকে সম্মান করতে এবং বজায় রাখতে পারেন। তবে সেটি পোশাকের জন্য হবে না। আমি শুধু আমার ব্যক্তিগত গল্প শেয়ার করার চেষ্টা করছি এবং নিজের কাছে খাঁটি হতে চাই।’