যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) শিগগিরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে। এতে দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুলাই) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৮৪ ডলার ২৯ সেন্টে। গত মধ্য-মে’র যা সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে তা ছিল ১৯৮৩ ডলার।
একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ২০ সেন্টে।
এদিকে সিঙ্গাপুর ভিত্তিক ডিলার গোল্ডসিলভার সেন্ট্রালের বিশেষজ্ঞ ব্রায়ান র্যান বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেড। তাতে ডলার দুর্বল হয়েছে। পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজার চাঙা হয়েছে।
আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারকরা। ধারণা করা হচ্ছে, এবার ২৫ বেসিস পয়েন্ট সুদ হার বাড়াতে পারেন তারা। এরপরই তাতে ইতি টানবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC