ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

BNP Chairperson and former Prime Minister Begum Khaleda Zia
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

‘হঠাৎ অসুস্থ বোধ করায়‘ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজ সোমবার মধ্যরাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ভোর সোয়া ৪টার দিকে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন কেবিনে চিকিৎসাধীন আছেন।”

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গত মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।বাড়ি ফেরার ছয় দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হলেন তিনি।