প্রকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে আফগানিস্তান।। কয়েকদিন আগে একটি শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল কেঁপে উঠেছে। দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের উত্তপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানী থেকে ২৯ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। তবে এতে হতাহতের কোনো খবর জানায়নি সংবাদমাধ্যম।
এর আগে একই প্রদেশে গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। ওই ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।
তালেবান সরকারের এক মুখপাত্র জানান, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হেরাতের বাসিন্দা ও দোকানদাররা ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় তাড়াহুড়ো করে গিয়ে অনেকে আহত হয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানান, আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC