নিজেদের মধ্যেকার তিক্ততা ভুলে ফের ক্রিকেট মাঠে তারার মেলা বসতে চলেছে। ২০২৩ সালে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) নতুন নামে ও ফরম্যাটে ফিরছে। আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে তারকাদের নতুন ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)।
আগের আসরটি ইনডোরে অনুষ্ঠিত হলেও, এবার উন্মুক্ত মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে ফ্লাডলাইটের আলোয় খেলবেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-স্পোর্টস চ্যানেল এই আকর্ষণীয় টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দল হলো গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স ও স্পারটান্স। এই দলগুলোতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণের মতো তারকাদের। সংগীতশিল্পী আরফিন রুমি ও জাকিয়া সুলতানা কর্নিয়াও মাঠে নিজেদের ক্রিকেট প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত। এছাড়াও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরীর মতো পরিচিত মুখও এই টুর্নামেন্টের অংশ হবেন।
ইতিমধ্যেই তারকারা পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যায় মাঠে এসে নিজেদের ক্রিকেট skills ঝালিয়ে নিচ্ছেন তারা।
সিসিটি নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘এটা শুধু খেলা নয়, বরং আমাদের সবার একটা মিলনমেলা। আগেরবার ইনডোরে খেলেছি, তবে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে আউটডোরে খেলা হবে। দুটো ফরম্যাটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ক্রিকেট আমাদের ভালোবাসার আরেক নাম। আমরা যারা শোবিজে কাজ করি, ব্যস্ততার কারণে নিয়মিত খেলাধুলা করার সুযোগ পাই না। এই টুর্নামেন্টটি তাই আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। আশা করছি একটি সুন্দর ও সফল আয়োজন হবে।’
টুর্নামেন্ট শুরুর আগে আজ একটি জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে দলগুলোর খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে। এখন দেখার অপেক্ষা, ব্যাট ও বল হাতে কোন তারকারা মাঠ মাতান এবং শেষ হাসি হাসেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC