ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা আবারও বিয়ে করেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে রাইসা ইসলাম নামে এক তরুণীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, "আজ দুই পরিবারের সদস্যদের নিয়ে আমাদের আক্দ হয়ে গেল। জুমার নামাজের পরেই মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে আমাদের বিয়েটা হয়।"
তিনি আরও লিখেছেন, "রাইসার সাথে দেড় বছরের বেশি সময় ধরে পরিচয়। পরে তাদের সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। কিন্তু পরিচয় ও সম্পর্কের কথা এত দিন গোপন রেখেছিলেন। চেয়েছিলেন বিয়ে করেই সবাইকে জানাবেন।"
স্ত্রী কী করেন জানতে চাইলে তামিম গণমাধ্যমকে বলেন, ‘রাইসা আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছে। তার মন যা চায়, সেটাই সে করবে। আমরা সব সময় একে অন্যের পাশে আছি। আজ নতুন জীবনে পা রাখলাম। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। আটবছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই বিয়ের বিচ্ছেদ ঘটে।
তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। সেই ভিডিওগুলো তাকে পরিচিতি এনে দিতে থাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC