দেশে আবার বেড়েছে স্বর্ণের দাম। টানা তৃতীয়বারের মতো ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই মূল্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
এর আগে, গত ২৬ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ৩০ আগস্ট আবার দাম বেড়েছিল ১ হাজার ৬৬৭ টাকা, যা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায় উন্নীত করেছিল। এই দফায় নতুন মূল্যবৃদ্ধির ফলে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা হয়েছে।
এছাড়া, অন্যান্য ক্যারেটের স্বর্ণেরও দাম বাড়ানো হয়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর বাজুস মোট ৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে। গত বছরও স্বর্ণের দামে এমন ওঠানামা দেখা গিয়েছিল; সেবার মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC