গত বছরের আতঙ্ক যেন আবারও ফিরে এসেছে! রাজবাড়ীর চরাঞ্চলে ফের দেখা মিলেছে বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপারের। ডোরাকাটা গা আর শীতল দৃষ্টিতে এই সাপ দেখলেই আঁতকে উঠছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে এই সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় রাতের ঘুম হারাম হয়েছে সেখানকার মানুষের।
গত শুক্রবার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর চরে ঘাস কাটতে গিয়ে আকস্মিকভাবে রাসেলস ভাইপারের কামড়ের শিকার হন এক কৃষক। গরমের মধ্যে মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনার পর থেকে চরাঞ্চলের কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জীবন-জীবিকার তাগিদে মাঠে কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছেন তারা। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ফসলের খেতে গেলেও, তাদের চোখেমুখে সর্বদা ভয় আর উদ্বেগের ছাপ স্পষ্ট।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে রাজবাড়ীর চরাঞ্চলে রাসেলস ভাইপারের আনাগোনা দেখা যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের এই বিষধর সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা জন্ম দেওয়ায় এদের বংশবৃদ্ধি দ্রুত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরেই গোয়ালন্দ উপজেলার মজলিসপুর ও মহিদাপুর এলাকায় ইতিমধ্যেই চারজন কৃষক এই সাপের কামড়ের শিকার হয়েছেন।
দৌলদিয়া ইউনিয়নের চর কর্নেশোনা, আঙ্কের শেখের পাড়া, মহিদাপুর চর সহ বিস্তীর্ণ এলাকায় রাসেলস ভাইপারের উপস্থিতি লক্ষ্য করেছেন স্থানীয়রা।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শরিফুল ইসলাম বলেন, "বিষধর সাপে কামড়ালে কোনো প্রকার অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।" অ্যান্টিভেনম প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, "এন্টিভেনম দেওয়ার কারণে অনেক সময় রোগীর শ্বাসকষ্ট বা অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। তাই যদি অ্যান্টিভেনমের প্রয়োজন হয়, তবে সেই অঞ্চলে থাকা উচিত যেখানে আইসিইউ সুবিধা রয়েছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC