জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ছোট পর্দায় ফিরছেন, তাও আবার একেবারে নতুন চরিত্রে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-তে তাকে দেখা যাবে একজন র্যাপার হিসেবে।
সম্প্রতি এই ধারাবাহিকের ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একসময় স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে মধুমিতা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
এরপর তাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসারই আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা’-তে। ছোট পর্দা থেকে বিরতি নিয়ে মধুমিতা এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক সফল কাজ করেছেন। এবার তার প্রত্যাবর্তন হচ্ছে ছোট পর্দায়।
ভারতীয় গণমাধ্যম আরও বলছে, এই ধারাবাহিকের গল্পটি একজন সাধারণ পরিবারের মেয়ের একজন জনপ্রিয় গায়িকা হয়ে ওঠার অদম্য ইচ্ছাকে ঘিরে আবর্তিত হয়েছে।
তবে এই ট্রেলার প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। এখন দেখার বিষয়, মধুমিতার নতুন এই ধারাবাহিকটি সম্প্রচার শুরু হলে তা দর্শক কতটা গ্রহণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC