আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি তাহসান-মিথিলা। ক্রিকেট নিয়ে বাজি ধরার গল্প নিয়ে সিরিজ ‘বাজি’তে দেখা যাবে একসময়ের জনপ্রিয় এই জুটিকে। ‘বাজি’ নামের সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।
সেখানে ক্রিকেটার হিসেবে তাহসান এবং ক্রীড়া সাংবাদিক চরিত্রে দেখা যাবে মিথিলাকে। তবে কি তাহসানের ক্রিকেট বাজি খুঁজে বের করবেন মিথিলা!
সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় অন্য রকম এক ছবি।
ছবিতে দেখা গেছে, 'হলুদ রঙের জার্সি পরে একজন ক্রিকেটার, মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে। ছবিতে লেখা কে আসছে চরকিতে? সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয় নানান গুঞ্জন।'
অবশেষে সোমবার (৩ জুন) চরকি নিশ্চিত করে যে, পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।
তাহসান-মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। চরকি জানিয়েছে, শিগগিরই প্রচারে আসছে সাসপেন্স ড্রামা ঘরানার এই অরিজিনাল সিরিজ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC