
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের (আয়া) অরুনা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এই বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
এতে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও জ্যৈষ্ঠ প্রভাষক খালেকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আবদুল মোমেন।
বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, প্রভাষক মোঃ ইমান হোসেন, নাজমুল হক।
এসময় কলেজের সহকারি অধ্যাপক জয়দল হোসেন, প্রীতি লতা দাশ, জ্যৈষ্ঠ প্রভাষক পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, মোহাম্মদ শফিউল্লাহ, প্রভাষক মজিবুর রহমান, অলি উল্লাহ, সুমি রাণী চক্রবর্তী, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা অরুনা বেগমের স্মৃতিচারণ করে বলেন, অত্র কলেজে দীর্ঘদিন যাবৎ তিনি সততার সাথে তার দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। কখনো বিনা কারনে কলেজ থেকে ছুটি নেন নি। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে তিনি মায়ার গভীরতায় চলাফেরা করেছেন। তার অবসরজনিত সময় যেনো সুখে শান্তিতে কাটে সেজন্য সকলের প্রতি দোয়া কামনা করেন অতিথিবৃন্দরা। সবশেষে অরুনা বেগমকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
 
								
 
								








