নভেম্বর ১৬, ২০২৪

শনিবার ১৬ নভেম্বর, ২০২৪

আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন—টিআইবির কার্টুন শেয়ার

- Transparency International Bangladesh (TIB) Cartoon
ছবি: টিআইবির ওয়েবসাইট থেকে নেওয়া

ছেলের কর্মকাণ্ডের কারণে বেরিয়ে আসছে বাবার করা দুর্নীতির চিত্র। আবার বাবার দুর্নীতির কারণে আলোচনায় আসছে সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের চিত্র। একের পর এক এমন বাবা-ছেলে কাণ্ড নিয়ে দুর্নীতিবিরোধী নতুন কার্টুন শেয়ার করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৯ জুলাই) টিআইবির নিজেদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে শেয়ার করা ওই কার্টুনে লেখা, ‘আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’।

ছবিতে দেখা গেছে, একটি টিকার কার্ড। শিশুদের টিকা দেওয়ার সময় যে কার্ড দেওয়া হয়, এই কার্ডটিও ঠিক তেমন। তবে এর ভেতরের অংশে প্রতীকী শিশুর ছবি রাখা হয়নি, রাখা হয়েছে বয়স্ক লোকের একটি প্রতীকী ছবি।

ফেসবুক পেজে টিআইবি বলছে, ২০২৩ সালে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা আয়োজন করেছিল তারা। তাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাদাত মাহবুব এই কার্টুন আঁকেন।

প্রসঙ্গত, সম্প্রতি সন্তানের কর্মকাণ্ডের কারণে বেরিয়ে আসছে বাবার দুর্নীতির চিত্র। এর সর্বশেষ ঘটনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর প্রশ্নফাঁস কাণ্ড ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফেসবুক পোস্ট।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বের হয়ে আসে পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে বিসিএস প্রিলি-লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল এবং ছেলে সিয়ামের প্রোফাইলের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় । এতে তার রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত ও পরহেজগারির নানা দৃশ্য প্রকাশ পেয়েছে।

ইতোমাধ্যেই পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে কোরবানির জন্য ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগেরমাধ্যমে আলোচনা শুরু হয় মুশফিকুর রহমান ইফাত ও তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে নিয়ে।

ছাগল-কাণ্ডের পর ছেলে ইফাতের বিলাসী জীবনযাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে।