গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের ২টি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী ২টি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। কেঁদে কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে।
গত সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।
এ বিষয়ে আলী মোল্লা বলেন, 'সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভি ২টি নেই। ঘরের দরজায় লেখা দেখি- ‘আমি আপনার গাভি ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ ৪ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাটবাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভি ২টি পেলাম না।'
তিনি আরও বলেন, এই গাভি ২টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এর মধ্যে ১টি গাভি গর্ভবতী ছিল। আর কয়েক দিন পরই গাভিটি বাচ্চা দিত। গাভি দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকায় চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC