দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত ১ হাজারের বেশি ছাত্র-জনতা নিহত ও ৪০০ এর বেশি দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায় দায়িত্ব সরকার নিবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা আন্দোলনে আহত হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তারদের সাথে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন।
হাসপাতালের চিকিৎসা প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের অনেক আহত সদস্য চিকিৎসাধীন আছেন। অনেকে পায়ে আহত হয়েছেন। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। আহত একজন ছাত্র সমন্বয়কও ভর্তি আছেন। তাদের কাছ থেকে শুনেছি তাদের ভালোমতো চিকিৎসা চলছে।’
এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন।
উপদেষ্টা আরও বলেন, ‘অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দু'চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। তারা বলেছে যত শীঘ্রই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে চিকিৎসক নিয়ে আসবে। এসব চিকিৎসক রাজধানীর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC