বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

আন্দোলনে নামতে যাচ্ছে এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ!

রাইজিং ডেস্ক

আন্দোলনে নামতে যাচ্ছে এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ!/ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ। পরীক্ষায় ফেল করা এবং আশানুরূপ জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) না পাওয়াসহ চার দফা দাবি নিয়ে এই শিক্ষার্থীরা আগামী রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করবেন বলে জানিয়েছেন।

শিক্ষার্থীরা বর্তমানে তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি এবং বিভিন্ন গ্রুপে এ বিষয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। তবে এই আন্দোলনের মূল আয়োজক কারা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও শিক্ষার্থীদের এই কর্মসূচির ওপর নজর রাখছে।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো:

সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা; বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) রিচেক করা; ফেল করা বিষয়ের নম্বর সব অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা করা।

চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ। পাসের হারের এই নিম্নগতি গত ২১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে সর্বশেষ ২০০৪ সালে এর চেয়ে কম সংখ্যক পরীক্ষার্থী পাস করেছিল, সেই বছর পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ সহ ফলের সকল সূচকেই বড় ধরনের ধস নেমেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি বোর্ডে ফল বিপর্যয়ের চিত্র খুবই প্রকট। সিলেট শিক্ষা বোর্ডে ফল ধস রেকর্ড পরিমাণে নেমেছে, যেখানে এবার পাসের হার মাত্র ৫১.৮৬ শতাংশ। এটি গতবারের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ।

এবারের ফলাফলে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে কুমিল্লা বোর্ডে। সেখানে পাস করেছে মাত্র ৪৮.৮৬ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৭১.১৫ শতাংশ।

অন্যদিকে, সাধারণ বোর্ডের বাইরে কারিগরি শিক্ষাবোর্ডেও ফল ধসের রেকর্ড ছাড়িয়েছে। এ বোর্ডে এবার পাসের হার কমেছে ২৬ শতাংশেরও বেশি। এবার পাস করেছে ৬২.৬৭ শতাংশ শিক্ষার্থী, যেখানে গত বছর পাসের হার ছিল ৮৮.০৯ শতাংশ।

শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এবারের এইচএসসির ৯টি বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি—যা ৭৮.৭২ শতাংশ। তবে গতবার এই হার ছিল ৯১.৩৩ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৫.৫৮ শতাংশ এবং মানবিকে সবচেয়ে কম, ৪৮.২৩ শতাংশ।

সূত্র: ডেইলি ক্যাম্পাস

আরও পড়ুন