"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প কার্য্যালয়ের বাস্তবায়নে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এতে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী জাহিদ হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম, লিপু রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অতিথিবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC