
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে কুমিল্লায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (আজ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কুমিল্লা অঞ্চলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’—এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে এইড, দিয়া, প্রত্যয়, ইয়েসসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়। এতে বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যক্ষ বিধান চন্দ্র, সেলিম মাওলা, প্রবীর কুমার দত্ত, মো. তাইমূল, মোহাম্মদ আবুল কাশেমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। পরিবেশ রক্ষায় কালো ধোঁয়া সৃষ্টিকারী জ্বালানি ব্যবহারে নিরুৎসাহিত হয়ে সৌরশক্তিসহ পরিবেশবান্ধব ক্লিন এনার্জির ব্যবহার বাড়াতে হবে।
তারা আরও বলেন, প্রতিনিয়ত মানুষের জীবনযাপনে পরিবেশ দূষণের যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা থেকে উত্তরণের অন্যতম উপায় হলো দূষণমুক্ত ক্লিন এনার্জির ব্যবহার। জীবাশ্ম জ্বালানি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মানববন্ধন থেকে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ও দ্রব্য পরিহারের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC