ভারতীয় জনপ্রিয় তারকা দম্পতি আনুশকা শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই খবর নিশ্চিত করেছেন।
এবি ডি ভিলিয়ার্স বলেন, "বিরাটের দ্বিতীয় সন্তান আসছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।"
এদিকে দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুশকা। তবে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই উড়ছে গুঞ্জনটি।
২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা ও বিরাট। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ভূমিকার জন্ম হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC