মে ২৩, ২০২৫

শুক্রবার ২৩ মে, ২০২৫

আত্মরক্ষা

আত্মরক্ষা কবিতা
আত্মরক্ষা কবিতা

পুরো দেশটাতে দালালে ভরপুর,
সবচেয়ে বেশি সোশাল মিডিয়ায়-
বেশিরভাগই কাজে নয় অকাজে দিচ্ছে সময়।
কোটি কোটি যুবক তরুণের নেই-
সামরিক প্রশিক্ষণও আত্মরক্ষা জানা,
অথচ বিশ্বব্যাপী বাধ্যতামূলক করা এটা,
এই দেশে শুধু ফেসবুকে যুদ্ধ হয়!
বিরুদ্ধাচরণে এইভাবেই দেশ পিছিয়ে রয়।
এই দেশে সামরিক প্রশিক্ষণ এখনি শুরু হোক,
আমাদের জয়ধ্বণিতে সারাবিশ্বের দৃষ্টি থাকুক।

 

আজিম উল্যাহ হানিফ
মাস্টার্স- ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগে-কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
এলএলবি-কুমিল্লা আইন কলেজ।

আরও পড়ুন