পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। গত এপ্রিলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিলেন আতিফ। এবার তিনি গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।
আগামী ২৯ নভেম্বর, শুক্রবার বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের এই বড় ধরনের কনসার্ট। এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
বুধবার আতিফ আসলাম নিজেও ফেসবুকে একটি স্ট্যাটাসে বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “বাংলাদেশ, আমি আসছি!”
ম্যাজিকাল নাইট ২.০ এ আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। এছাড়াও, ব্যান্ড কাকতালও এই কনসার্টে পারফর্ম করবে। গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তানের আবদুল হান্নানও এই কনসার্টে উপস্থিত থাকতে পারেন।
এদিকে ট্রিপল টাইম কমিউনিকেশন তাদের ফেসবুক পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান ‘কুচ ইস তারহা’ শেয়ার করে এই কনসার্টের ঘোষণা দিয়েছে। পাশাপাশি, একটি ভিডিওর মাধ্যমে তাহসানের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে টিকিট টুমরো ওয়েবসাইটে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC