
রাইজিং কুমিল্লা ডেস্ক
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পর এবার ঢাকার পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, এই বিষয়ে বাংলাদেশের পাশে অবস্থান নিলে দীর্ঘমেয়াদে পাকিস্তানই লাভবান হবে। তার মতে, এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে অবস্থান নেয়াই পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে। খবর জিও নিউজ
শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বার্থে ভালো হবে’।
তবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এই জ্যেষ্ঠ নেতা স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘হয়তো আমরা কম টাকা পাবো। কম টাকায় আমরা চলতে পারব। কিন্তু আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে সুদূরপ্রসারী’।
এর আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ীই টুর্নামেন্টে (পাকিস্তানের) অংশ নেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ালে ১৯৭১ সালে ঢাকার পতনের সময় থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে, তা কমাতে সহায়তা হতে পারে। তিনি বলেন, ‘আমরা এমন এক নতুন সম্পর্কের পর্যায়ে যেতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ হবে দুই ভাইয়ের মতো।’
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এর প্রভাবশালী নেতা আরও বলেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও রাজনৈতিক পরিচয় না দেখেই খেলোয়াড়টিকে ফেরত পাঠিয়েছে।
এদিকে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পাকিস্তান প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বেগের পক্ষে আইসিসিকে চিঠিও দিয়েছে। শনিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে। তিনি জানান, সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
নাকভি বলেন, ‘আইসিসির বোর্ড সভায়ও আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি চলতে পারে না— এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম’। তিনি বলেন, ‘বাংলাদেশও পাকিস্তানের মতোই আইসিসির সদস্য। পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি সুবিধা দেয়া হয়ে থাকে, তবে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই করা উচিত।’
নাকভি আরও বলেন, কোনও একটি দেশের অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা তিনি নিন্দা করেন। এমন হলে পাকিস্তান নিজস্ব অবস্থান স্পষ্ট করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC