ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

আজ থেকে শুরু এশিয়া কাপ, খেলা দেখুন আপনার মোবাইলে

Asia Cup starts today, watch the game on your mobile
আজ থেকে শুরু এশিয়া কাপ, খেলা দেখুন আপনার মোবাইলে। ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে ১৬তম এশিয়া কাপ। ক্রিকেট ভক্তরা মেতে উঠবেন নতুন আনন্দে। আজ বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই।

সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচ থাকলে তো কথাই নেই। কিন্তু দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা থাকায় অনেকেই টেলিভিশনে সে খেলা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে এবার এশিয়া কাপের সবগুলো ম্যাচ টেলিভিশনের পাশাপাশি মোবাইল থেকেও দেখা যাবে।

এবারের এশিয়া কাপের ম্যাচগুলো দুটি অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র‍্যাবিটহোল বিডি এবং টফি অ্যাপ। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এদিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।

হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দেশ। আইসিসির পূর্ণ সদস্য ৫টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান) এবং সহযোগি সদস্য হিসেবে নেপাল। ভারত, পাকিস্তান ও নেপালকে ‘এ’ গ্রুপে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে দিয়ে গঠন করা হয়েছে ‘বি’ গ্রুপ। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সেখানেও একে অপরের মুখোমুখি সবাই। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।