
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে। শিক্ষার্থীদের ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। তরুণদের নিয়ে মিলেমিশে আগামীদিনের সোনার বাংলাদেশ গড়তে হবে।
শনিবার (১ মার্চ) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ইকরা একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এ কথাগুলো বলেন।
ডক্টর এডভোকেট মোবারক হোসাইন আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যত। সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দ্বিনি শিক্ষা অর্জন করতে হবে।
তাহলেই সোনার মানুষ হওয়া যাবে। অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মাওলানা রফিক উল্লাহ ফয়েজী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়েদ উল্লাহ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ সাইফুল আলম, মোস্তাফিজুর রহমান রাজিব।
এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।