বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা রোববার (১০ ডিসেম্বর) এফডিসিতে আগুন-সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নিপুণ আক্তার, অঞ্জনা, অভিনেত্রী তারিন প্রমুখ।
সমাবেশে রিয়াজ বলেন, আগুন-সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। এটি দ্রব্যমূল্য বাড়ায়, জনগণের দুর্ভোগ বাড়ায়। আগুন-সন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে, স্কুলের শিডিউল পরিবর্তন হচ্ছে। যানবাহন চলাচল না করায় বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।
রিয়াজ আরও বলেন, সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাস।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC