
নিজস্ব প্রতিবেদক

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আগামী পাঁচ বছরের মধ্যে দেশের আদালতে জমে থাকা মামলার জট অর্ধেকের বেশি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে অন্তত ৫০ শতাংশ মামলা কমানো সম্ভব হবে। এর মধ্যে এক তৃতীয়াংশ মামলা 'লিগ্যাল এইডের' (আইনি সহায়তা) মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে 'ই-পারিবারিক আদালতের' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, শুধুমাত্র আইন মন্ত্রণালয়কেই কেন্দ্র করে মোট ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগেও এমন ব্যাপক সংস্কার আনা হয়েছে, যার ফলস্বরূপ আগামী ৫ বছরের মধ্যে মামলার সংখ্যা অর্ধেক বা ৫০ শতাংশ হ্রাস পাবে বলে তিনি মনে করেন।
তবে, সংস্কারের বিষয়ে সতর্কতামূলক মন্তব্য করে তিনি বলেন, "সংস্কার করতে হবে বাস্তবসম্মত।" তিনি আরও জোর দিয়ে বলেন যে, অতিরিক্ত সংস্কারের পদক্ষেপ নিতে গিয়ে রাষ্ট্রের মূল কাঠামো দুর্বল হয়ে পড়ছে কি না, সে বিষয়টি নিয়েও গভীরভাবে চিন্তা করতে হবে।
ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন যে দেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে বেশি ভালোবাসে, এবং তারা এই অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া বাকি থাকা গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে যাবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ছাড়াও আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC