এপ্রিল ২৪, ২০২৫

বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি, কমবে গরম

girl holding umbrella in rain
—ফাইল ছবি

দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছে, আগামী রবি বা সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা ফের বেড়ে তাপপ্রবাহ কমবে।

আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জানিয়েছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামী রবি অথবা সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারাদেশে বাড়তে পারে। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং রবি-সোমবার নাগাদ দেশের আটটি বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা কয়েক ডিগ্রি হ্রাস পাবে এবং দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হবে বলে আশা করা যাচ্ছে।