
স্বেচ্ছাচারিতা কোনো প্রতিষ্ঠানেরই মেনে নিবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও যখন দলের কাঙ্ক্ষিত প্রতীক ‘শাপলা’ দিতে টালবাহানা করা হচ্ছে, তখন এনসিপি মনে করে কোনো প্রতিষ্ঠানেরই স্বেচ্ছাচারিতা মানা যায় না।
সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, "বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে। এখন আমরা মনে করি এনসিপি কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা মেনে নিতে পারে না। আমরা স্পষ্ট করে বলেছি, শাপলা মার্কা চাই এবং আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। যদি শাপলা না দেওয়া হয়, তাহলে আমরা আদায় করে নিবো।"
সারজিস আলম বলেন, "আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই, শাপলা আমাদের প্রাপ্ত। এনসিপির যদি প্রয়োজন হয়, তাহলে রাজপথে নামবে।"
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, "জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না। জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পুরন করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে।"
তিনি আরও বলেন, "যে জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৩টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। যে জুলাই সনদে অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই।"
জেলা এনসিপির সমন্বয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC