গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'আগামী নির্বাচনে আমরা তিনশত আসনেই প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল। একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সে জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যেই দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।'
সোমবার (০৭ এপ্রিল) রাত ৯টার দিকে ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের নরসিংদীর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, দপ্তার সম্পাদক শাকিলুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. জনি ভূইয়া, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র পাল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জেমস বাপ্পি, সাধারণ সম্পাদক রবিন আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আলামিন, মৌসুমি আক্তার সুমি প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC