
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকে ধোঁকাবাজি ও ভেজাল রয়েছে।
তিনি বলেন, 'আওয়ামী লীগ নৌকা নিয়ে নির্বাচন করলেও নৌকা চালাতে পারে না, বিএনপি ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, আর জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচন করেও লাঙ্গল চালাতে পারে না। কিন্তু হাতপাখা সবাই চালাতে পারে।'
তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক হলো গরিব ও অসহায় মানুষের বন্ধু। আগামীতে হাতপাখা ক্ষমতায় এলে দেশ নিরাপদ থাকবে।
বুধবার বিকেলে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি ও সিংড়া আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, সিংড়া পৌর জামায়াতের আমির সাদরুল উলা এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC