আগামীকাল কোলকাতার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচে হারের লজ্জা পায় বাংলাদেশ। এতে পয়েন্ট টেবিলের নীচের দিকে ছিটকে পড়ে টাইগাররা। অভিজ্ঞতা এবং শক্তির বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামছে টাইগাররা।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩৫ রানের জয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের সমান ২ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে রয়েছে নেদারল্যান্ডস। দশ দলের টুর্নামেন্টে অষ্টমস্থানে আছে বাংলাদেশ।
ভিন্ন দু’টি প্রতিপক্ষের কাছে শোচনীয় হারের স্বাদ নিয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ৮ উইকেটে অস্ট্রেলিয়ার ৩৯৯ রানের সংগ্রহের ম্যাচে ৩০৯ রানে হেরে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বড় পরাজয়ের স্বাদ পায় নেদারল্যান্ডস। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছিলো বাংলাদেশ।
সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের পর টানা চার হারে বাংলাদেশের স্বপ্ন ফিকে হয়ে গেছে। কাগজে-কলমে দু’টি ম্যাচ জয়ের ক্ষেত্রে পরিষ্কারভাবে ফেভারিট বাংলাদেশ। ইতোমধ্যে আফগানিস্তানকে হারিয়েছে তারা। এবার নেদারল্যান্ডসকে বধ করার পালা টাইগারদের।