পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থাকছে সরকারি ছুটি। এরপরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে টানা তিন দিনের ছুটির কারণে অনেকেই নানা পরিকল্পনা করে রেখেছে। পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।
কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, আশা করছি ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। এর মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক পর্যটন দিবসকে কেন্দ্র করে ৭দিন ব্যাপী জমকালো আয়োজন করেছে।
গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনটিতে নফল রোজা রাখেন। বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরিফ তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিন ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC