আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (২৪ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে প্রতিদিন গড় রেমিট্যান্স ছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। অর্থাৎ, আগের বছরের তুলনায় এই বছর রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।
তবে, গত জুলাই মাসের দৈনিক গড়ের তুলনায় কিছুটা কমেছে। গত মাসে প্রতিদিন গড়ে ৮ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার রেমিট্যান্স এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ২৯ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC