
প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বক্তব্য প্রত্যাখ্যান করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর নগরীর ঝাউতলা ছাতি মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, হাসনাত হাসনাত’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
পূবালী চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোঃ সাকিব হোসেন বলেন, “এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। কুমিল্লা থেকেই আওয়ামী লীগের বিচার শুরু হবে। গত ১৭ বছর ধরে যারা জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তাদের বৈধতার প্রশ্ন কীভাবে আসে? তাদের বৈধতার প্রশ্ন তো গত ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। তাই অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”