এপ্রিল ২৪, ২০২৫

বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল

Jatiya Nagorik Party protest march in Comilla demanding ban on Awami League

আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে উত্তাল কুমিল্লা। বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা নগরীর টাউনহল মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে শেষ হয়।

পূবালী চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতাকর্মীরা বলেন, “আওয়ামী লীগের বিচার করতে হবে। এই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্রকাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচন দিতে হবে।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, এসবি জুয়েল, সৈয়দ আহসান টিটু, কাজী মো. জায়েদ, নাইম আলম, ইব্রাহিম খালেদ হাসান, নাছির উদ্দীন, মো. রাসেল ভূঁইয়া জিসান, আরিফুল ইসলাম বাশারসহ বিভিন্ন উপজেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, “জনগণের দাবি উপেক্ষা করা হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”