ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

আওয়ামী লীগপন্থী বিচারপতিদের অপসারণের সময় বেঁধে দিলেন হাসনাত

Rising Cumilla - Hasnat-Sarjis
ছবি: প্রতিনিধি

হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণের জন্য সংক্ষিপ্ত সময় বেঁধে দিয়েছেন প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি জানান, দুপুর ২টার মধ্যে আওয়ামী লীগের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে।

দাবি না মানা পর্যন্ত হাইকোর্ট ত্যাগ করবেন না ঘোষণা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশ থেকেই আওয়ামী লীগের আইনজীবীদেরও অপসারণ করতে হবে। এ ছাড়া ছাত্রলীগকেও নিষিদ্ধ করতে হবে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাইকোর্ট মাজার গেট এসে পৌঁছায় হাজার হাজার শিক্ষার্থী। ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন অবস্থানরত শিক্ষার্থীরা।