মে ১৩, ২০২৫

মঙ্গলবার ১৩ মে, ২০২৫

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন

Rising Cumilla - Bangladesh Election Commission
ছবি: সংগৃহীত

নতুন একটি রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ গঠন করে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা হয়েছে। এই নতুন দলের প্রধান হলেন উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নরেশ চন্দ্র রায় এবং মায়ের নাম পারুল রায়।

ইসি সচিবের কাছে পাঠানো নিবন্ধন আবেদনে উজ্জ্বল রায় জানান, দলটির কেন্দ্রীয় কমিটি ২৪ মার্চ গঠন করা হয়েছে এবং তার মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত। তিনি আবেদনে দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ পছন্দ করেছেন এবং নিজেকে দলের সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ হলেও কোন সড়ক বা বাড়ির নম্বর উল্লেখ করা হয়নি।

উজ্জ্বল রায় জানান, তিনি দিনাজপুর-৫ আসন, যা ফুলবাড়ী ও পার্বতীপুর নিয়ে গঠিত, সেখানে ভোট দিতে চান। তিনি বলেন, “শেখ হাসিনার সঙ্গে সাম্প্রদায়িক সম্মেলনে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তিনি তখন দেখা করেননি। এখন তিনি নেই, তাই আমি আবেদন করেছি।”

নিবন্ধন শর্ত পূরণের অংশ হিসেবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন। এই বিষয়ে তিনি বলেন, “এটা কীভাবে হয়েছে আমি জানি না, তিনি তো এখন নেই, তবে আগে তিনি ছিলেন, তাই উল্লেখ করেছি।”

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল।

আরও পড়ুন