বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এপ্রিল ২০২৫ মাসের আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। ব্যাট ও বল হাতে অনবদ্য নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন তিনি।
আজ বুধবার (১৪ মে) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। এই গৌরবময় অর্জনের মাধ্যমে মিরাজ শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের মঞ্চেও নিজের সক্ষমতার প্রমাণ দিলেন।
পুরস্কার প্রাপ্তির পর উচ্ছ্বসিত মিরাজ নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আইসিসির মাসসেরার পুরস্কার পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। যেকোনো ক্রিকেটারের কাছেই আইসিসির এই স্বীকৃতি অনেক মূল্যবান। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের ভোটে সেরা হওয়া এক অসাধারণ অনুভূতি।’
তিনি আরও যোগ করেন, ‘আইসিসির এই স্বীকৃতি আমাকে দেশের জন্য আরও উজাড় করে খেলতে অনুপ্রাণিত করবে। আমি আমার সতীর্থ, কোচ এবং সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার তাদের সকলের।’
সেরা হওয়ার পথে মিরাজ কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিলেন। তিনি জিম্বাবুয়ের পেস তারকা ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের সম্ভাবনাময় পেসার বেন সিয়ার্সকে পেছনে ফেলেছেন। অন্যদিকে, নারীদের বিভাগে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের তরুণ পেসার ফাতিমা সানাকে হারিয়ে সেরার খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।
এর আগে বাংলাদেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান আইসিসির এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মেহেদী হাসান মিরাজের নাম, যা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য এক বিশাল অর্জন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC