প্রায় দু’মাসের ম্যারাথন ক্রিকেটযজ্ঞ আজকের ফাইনাল ম্যচে দিয়ে শেষ হবে। আজ রবিবার (২৮ মে) মেগা ফাইনালে মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। কয়েক হাজার কোটি টাকার এই লিগের কত টাকা পাবে চ্যাম্পিয়ন দলও রানার্স-আপ দল?
বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এগিয়ে আছে আইপিএল। টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল কে কত টাকা পাচ্ছে এ নিয়ে আগ্রহের শেষ নেই সমর্থকদেরও। ১৬ তম আসরের আইপিএলে মোট প্রাইজমানি ৪৬ কোটি ৫০ লাখ রুপি। এছাড়া চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি।
২০০৮ প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য ছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে প্রতিযোগিতার অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি।
এবারও একই পরিমাণ আর্থিক পুরস্কার থাকছে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের জন্য।
এছাড়া প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে প্রাইজমানি। তৃতীয় স্থানে শেষ করা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থ লখনৌ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি। বাকি দলগুলোর জন্য কোনো আর্থিক পুরস্কার থাকছে না।
আইপিএলের সম্ভাবনাময় ক্রিকেটার তথা ইর্মাজিং প্লেয়ারের পুরস্কারের অঙ্কটা আরও বড়। তিনি পাবেন ২০ লাখ রুপি। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার পাবেন ১২ লাখ রুপি। আসরের সুপার স্ট্রাইকার অর্থাৎ ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইক রেটে খেলা ক্রিকেটার পাবেন ১৫ লাখ রুপি।
এছাড়াও দলগত প্রাইজমানির পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের জন্যও কিছু পুরস্কার থাকছে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কমলা টুপিধারী পাবেন ১৫ লাখ রুপি। সর্বোচ্চ উইকেটশিকারী বেগুনি টুপিধারী পাবেন ১৫ লাখ রুপি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC