রবিবার ৩১ আগস্ট, ২০২৫

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

রাইজিং ডেস্ক

Public Rights Council rejects ISPR statement
আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের/ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় নগরে গণঅধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘মব’ বলার প্রস্তাব অগ্রহণযোগ্য বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিক সম্মেলনে বলেন, “এ ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যে বিবৃতি দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

রাশেদ খান বলেন, সকালে রাষ্ট্রপতি ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি ভিপি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন। ভিপি নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন।

এদিকে আহত নুরের স্ত্রী মারিয়া আক্তার জানান, নুর এখনো আশঙ্কামুক্ত নন। হামলাকারীদের শাস্তি দাবি করে তিনি নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

আরও পড়ুন