জানুয়ারি ১৪, ২০২৫

মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫

আইইএলটিএস পরীক্ষায় বাংলাদেশিদের জন্য আসছে নতুন সুবিধা

New benefits are coming for Bangladeshis in IELTS exam
আইইএলটিএস পরীক্ষায় বাংলাদেশিদের জন্য আসছে নতুন সুবিধা। ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিল এবার আইইএলটিএস পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। এখন থেকে পরীক্ষার্থীরা কোনো নির্দিষ্ট সেকশনে খারাপ করলে সেটা পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ দেবে। দিতে হবেনা আগের মতো সব সেকশনের পরীক্ষা।

আইইএলটিএস পরীক্ষায় মূলত একাডেমিক এবং জেনারেল দুই মডিউলেই মোট চারটি বিষয়ে দক্ষতা যাচাই করা হয়- লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। এখন ধরুন, আপনি শুধু মাএ রিডিংয়ে খারাপ করলেন। এখন আপনি চাইলে রিডিংয়ের পরীক্ষাই দিতে পারবেন। দিতে হবেনা লিসেনিং, রিডিং কিংবা স্পিকিং সেকশন।

তবে ব্রিটিশ কাউন্সিল এ পরীক্ষার জন্য নতুন এক শর্ত জুড়িয়ে দিয়েছেন। এই রিটেক পরীক্ষা আপনার মূল (মেইন) পরীক্ষার রেজাল্ট পাওয়ার ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

কবে চালু হচ্ছে বাংলাদেশের জন্য এ সুবিধা?

ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস পরীক্ষার এ সুবিধা ২৬ সেপ্টেম্বর ২০২৩ থেকে বাংলাদেশের জন্য কার্যকর করবে।