জানুয়ারি ১৪, ২০২৫

মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো আইইএলটিএস ওপেন ডে

বাংলাদেশে প্রথমবারের মতো আইইএলটিএস ওপেন ডে
বাংলাদেশে প্রথমবারের মতো আইইএলটিএস ওপেন ডে। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উচ্চশিক্ষা বা চাকুরির উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছুদের জন্য ঢাকাপ্রেপ লার্নিং সেন্টার ও আইডিপি নিয়ে এলো আইইএলটিএস ওপেন ডে। অনুষ্ঠানে আইইএলটিএস পরীক্ষা এবং এতে ভাল ফলাফল করার উপায়ের ওপর একটি বিস্তারিত ও দিকনির্দেশনামূলক ধারণা দেয়া হবে।

আগামী ২০ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ০৪ টা থেকে ০৬ টা পর্যন্ত ঢাকার বনানীস্থ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাপ্রেপ লার্নিং সেন্টার লিমিটেড এবং বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় শিক্ষার বিস্তারে অগ্রগামী প্রতিষ্ঠান আইডিপি’র (𝗜𝗗𝗣) যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন হবে।

এ অনুষ্ঠানে দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিনামূল্যে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে অংশ নিতে হলে শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের পূর্বেই বনানীস্থ ঢাকাপ্রেপ লার্নিং সেন্টার লিমিটেড কার্যালয়ে নিবন্ধন করাতে হবে। নিবন্ধনের জন্য কল করতে হবে ০১৮৪২৮৭১২৮৪ নাম্বারে, কিংবা [email protected] ঠিকানায় ই-মেইল পাঠিয়ে নিবন্ধন করা যাবে।

এছাড়া ঢাকাপ্রেপের ফেসবুক পেইজেও পাওয়া যাবে নিবন্ধন সংক্রান্ত সকল দিক-নির্দেশনা। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের যথাশ্রীঘ্র সম্ভব নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে আইডিপি ও ঢাকাপ্রেপের পক্ষ থেকে।

এ অনুষ্ঠানে আইইএলটিএস পরীক্ষার পাশাপাশি আরো আলোচনা হবে, কোন কোন মানদণ্ডের (criteria) ওপর আইইএলটিএস-এর স্কোর মূল্যায়িত হয়, আইইএলটিএস ব্যান্ড স্কোর বাড়িয়ে তোলার সহজ ও কার্যকর উপায়গুলো কি কি, এবং পরীক্ষার হলে শিক্ষার্থীরা প্রায়শ:ই কোন ভুলগুলো করে- সেসব বিষয়ের ওপর।

অনুষ্ঠানটি ঢাকাপ্রেপের বনানীস্থ কার্যালয়ে আয়োজিত হবে। ঠিকানা: ঢাকাপ্রেপ লার্নিং সেন্টার লিমিটেড, প্লট নং ৫৮, রোড নং ২১, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ।