
অ্যালার্জি হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার (ইমিউন সিস্টেম) এমন একটি প্রতিক্রিয়া, যা আসলে ক্ষতিকর নয় এমন বস্তুর প্রতি দেখানো হয়। এই নিরীহ বস্তুগুলোকেই বলা হয় অ্যালার্জেন। উদাহরণস্বরূপ—পোলেন (গাছের রেণু), মৌমাছির বিষ, পোষা প্রাণীর লোম, কিছু খাবার বা ওষুধ অ্যালার্জেন হতে পারে।
সাধারণত আমাদের ইমিউন সিস্টেম ক্ষতিকর জীবাণু বা বস্তুকে আক্রমণ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে, এই অ্যান্টিবডিগুলো ভুল করে কোনো নির্দোষ বস্তুকেও বিপজ্জনক ভেবে আক্রমণ করে। এর ফলস্বরূপ শরীরে প্রদাহ, চুলকানি, হাঁচি-কাশি বা হজমের সমস্যা দেখা দেয়।
অ্যালার্জির প্রতিক্রিয়া একেকজনের ক্ষেত্রে একেক রকম—কেউ অনুভব করেন হালকা অস্বস্তি, আবার কারও ক্ষেত্রে এটি অ্যানাফাইল্যাক্সিস নামে প্রাণঘাতী অবস্থাও হতে পারে। যদিও অ্যালার্জি পুরোপুরি সারানো যায় না, তবে সঠিক চিকিৎসায় এর উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।
অ্যালার্জির লক্ষণ নির্ভর করে কোন অ্যালার্জেন এর জন্য দায়ী এবং শরীরের কোন অংশে তা প্রতিক্রিয়া দেখাচ্ছে (শ্বাসনালি, ত্বক, সাইনাস বা হজমতন্ত্র)।
| অ্যালার্জির ধরন | সাধারণ উপসর্গসমূহ |
| হে ফিভার (অ্যালার্জিক রাইনাইটিস) | * হাঁচি, নাক বন্ধ বা পানি পড়া। * নাক, চোখ বা মুখে চুলকানি। * চোখ লাল, পানি পড়া বা ফুলে যাওয়া। * ক্লান্তি। |
| খাবারে অ্যালার্জি | * মুখে ঝিমঝিম ভাব। * ঠোঁট, জিহ্বা, মুখ বা গলা ফুলে যাওয়া। * চুলকানি বা হাইভস (লাল দাগ)। * পেট ব্যথা, বমি বা ডায়রিয়া। * গুরুতর ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস। |
| পোকামাকড়ের কামড়ে অ্যালার্জি | * কামড়ের স্থানে ব্যথা ও ফুলে যাওয়া। * শরীরজুড়ে চুলকানি বা ফুসকুড়ি। * বুকের চাপ, কাশি বা শ্বাসকষ্ট। * গুরুতর ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস। |
| ওষুধে অ্যালার্জি | * ত্বকে র্যাশ বা ফুসকুড়ি, মুখমণ্ডল ফুলে যাওয়া। * শ্বাসকষ্ট বা মাথা ঘোরা। * বমি বা ডায়রিয়া। * অ্যানাফাইল্যাক্সিস। |
| অ্যাটোপিক ডার্মাটাইটিস (একজিমা) | * ত্বকে তীব্র চুলকানি। * লালচে বা বাদামি দাগ। * ত্বক শুষ্ক, খোসা ওঠা বা ফেটে যাওয়া। |
কিছু খাবার, পোকামাকড়ের কামড় বা ওষুধে অত্যন্ত গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে, যাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস। এটি দ্রুত জীবনহানিকর অবস্থায় রূপ নিতে পারে।
অ্যানাফাইল্যাক্সিসের জরুরি লক্ষণ:
অ্যালার্জি সৃষ্টি হয় যখন শরীর কোনো নির্দোষ বস্তুকে ক্ষতিকর ভেবে প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি করে। পরবর্তীতে সেই একই বস্তুর সংস্পর্শে এলেই অ্যালার্জির উপসর্গ দেখা দেয়।
সাধারণ অ্যালার্জির কারণসমূহ:
ঝুঁকির কারণ:
প্রতিরোধ ও করণীয়:
অ্যালার্জির সম্ভাব্য জটিলতাসমূহ:
সূত্র : Mayo Clinic
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC