২০২৪ সালের আসরকে সামনে রেখে দুবাইয়ে চলছে এবারের নিলাম প্রক্রিয়া। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড পারিশ্রমিকে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে ২৭ কোটি টাকার ওপরে (২০ কোটি ৫০ লাখ রুপি) খরচ করে দলে ভেড়াতে হয়েছে।
মঙ্গলবার আইপিএলের খেলোয়াড় নিলামে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে রেকর্ড পারিশ্রমিকে কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
এর আগে গত আসরে ২৪ কোটি টাকার ওপরে (১৮ কোটি ৫০ লাখ রুপি) পারিশ্রমিকে স্যাম কারানকে কিনেছিল পাঞ্জাব কিংস। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে বিক্রি হলেন কামিন্স। অবশ্য প্রতি আইপিএলেই এমন নতুন পারিশ্রমিকের রেকর্ড দেখা যায়।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে প্রায় ২৬৩ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথম মিনি অকশনে এতো অর্থ খরচ করতে পারছে দলগুলো। দশ ফ্র্যাঞ্চাইজির মধ্য থেকে এই নিলামে সবচেয়ে বেশি ৩৮ কোটি ১৫ লাখ রুপি খরচ করতে পারবে গুজরাট টাইটান্স। এবার আইপিএলের মিনি অকশনে থাকছেন ৩৩৩ ক্রিকেটার।
এদিকে ২৪ কোটি টাকার ওপরে (১৮ কোটি ৫০ লাখ রুপি) খরচ করে ড্যারেল মিচেলকে কিনেছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের দরাদরির মধ্যে নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে দলে ভেড়ায় চেন্নাই।
অপরদিকে আইপিএলের নিলামের আগেই নাম তুলে নিয়েছেন একাধিক ক্রিকেটার। এবারের নিলাম থেকে নাম তুলে নিয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এছাড়া নাম প্রত্যাহার করেছেন ইংল্যান্ডের রেহান আহমেদও।
বাংলাদেশের তিনজন ক্রিকেটার আইপিএলে নাম দিয়েছিলেন। প্রত্যেকেই পেসার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে সকলকে পুরো আইপিএল খেলতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।
তার পরেই বাংলাদেশের দুই পেসার নাম সরিয়ে নিয়েছেন। তাই রয়েছেন শুধু মুস্তাফিজুর রহমান। তাকেও পুরো আইপিএল পাওয়া যাবে না। বাংলাদেশের দু’টি সিরিজ রয়েছে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে। দেশের হয়ে সেই সিরিজ খেলতে চান শরিফুল এবং তাসকিন।