
রাইজিং স্পোর্টস
হংকং ইন্টারন্যাশনাল সিক্সে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টের শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেল টাইগাররা, তবে তারা এখন প্লেট পর্বে লড়বে।
আগামীকাল, রবিবার, প্লেট পর্বের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হংকংয়ের মং ককে অনুষ্ঠিত হচ্ছে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং তাণ্ডব
কোয়ার্টার ফাইনালের ম্যাচে টস জেতেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি এবং তিনি অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পান বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান। তিনি অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক উডকে ১০ রানে থামান।
এরপর তিন নম্বরে নামা উইলিয়াম বোসিসতো মাত্র ৬ বলে ৫টি বিশাল ছক্কা হাঁকিয়ে ৩০ রান করে বাংলাদেশের আরেক স্পিনার মোসাদ্দেক হোসেনের শিকার হন। তবে ৪৯ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন অপর ওপেনার বেন ম্যাকডারমট এবং অধিনায়ক অ্যালেক্স রস।
এই দুই ব্যাটার মাত্র ২৩ বলে ১০০ রানের বিধ্বংসী জুটি গড়েন। ম্যাকডারমট ৮ ছক্কার সাহায্যে ১৪ বলে ৫১ রান করার পর আঘাতের কারণে স্বেচ্ছায় অবসর নেন। এর পরপরই রসও ৭ ছক্কা ও ১ চারের সুবাদে ১১ বলে ৫০ রান করে আহত অবসর নেন। তাঁদের এই তাণ্ডবে অস্ট্রেলিয়া নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের বিশাল সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রাকিবুল ও মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।
বাংলাদেশের ইনিংস এবং আবু হায়দারের লড়াই
১৪৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই মাত্র ১৩ রান তুলতেই তারা হারায় ৩টি উইকেট। দলীয় ১৯ রানে চতুর্থ উইকেট পতনে বাংলাদেশের হারের পথ নিশ্চিত হয়ে যায়। উপরের সারির চার ব্যাটারের কেউই দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি।
দুই ওপেনার হাবিবুর রহমান ও জিশান আলম দুজনেই ১টি করে ছক্কা হাঁকিয়ে ২ বল খেলে ৬ রান করে আউট হন। তিন নম্বরে নামা অধিনায়ক আকবর আলি কোনো রান না করেই গোল্ডেন ডাক মারেন। এছাড়া, ১টি ছক্কা হাঁকানো মোসাদ্দেক হোসেন ৩ বলে ৭ রান করে ফিরে যান।
তবে পঞ্চম উইকেটে আবু হায়দার এবং রাকিবুল হাসানের ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করে। পঞ্চম ওভারে দলীয় ৭৯ রানে রাকিবুল থামলেও, আবু হায়দার ইনিংসের শেষ পর্যন্ত খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ পান। তার ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে সাজানো ১৮ বলে অপরাজিত ৫০ রানের লড়াকু ইনিংসের সুবাদে বাংলাদেশ বড় হারের লজ্জা থেকে রক্ষা পায়। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করে টাইগাররা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC