
হলিউডের ডলবি থিয়েটারে ২ মার্চ বসতে চলেছে তারার মেলা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের মঞ্চে ২৩টি বিভাগে পুরস্কৃত হবেন সেরা তারকারা। কে পাবেন এই পুরস্কার, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
অস্কারের আগে অনুষ্ঠিত ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) যেন অস্কারের পূর্বাভাসের মঞ্চ। বাফটা জয়ীদের মধ্য থেকেই বেশিরভাগ অস্কারজয়ীর ভাগ্য নির্ধারিত হয়। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত এবারের বাফটায় সেরা সিনেমার মুকুট জিতেছে ‘কনক্লেভ’। ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত এডওয়ার্ড বার্গারের সিনেমাটি।
তবে, আলোচনায় এগিয়ে ছিল ‘এমিলিয়া পেরেজ’। নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমাটি ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে। অস্কারের মঞ্চে কি সেরা সিনেমা হবে অন্য কোনোটি? সম্ভাবনা ক্ষীণ, কারণ সর্বাধিক মনোনয়ন পাওয়া ‘এমিলিয়া পেরেজ’ এগিয়ে রয়েছে।
বাফটায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় তার দুর্দান্ত অভিনয় তাকে দ্বিতীয়বার অস্কার জয়ের হাতছানি দিচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী তালিকায় রয়েছেন ‘আ কমপ্লিট আননৌন’র টিমোথি শ্যালামেট, ‘কনক্লেভ’র রাল্ফ ফিয়েনেস প্রমুখ।
সেরা অভিনেত্রীর দৌড়ে বাফটা জিতেছেন মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় তাকে অস্কারের মঞ্চে নিয়ে এসেছে। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্কারের মনোনয়ন পেয়েছেন ৬২ বছর বয়সী বলিউড তারকা ডেমি ম্যুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য তিনিও শক্তিশালী প্রতিযোগী। ‘উইকেড’র সিনথিয়া এরিভো, ‘এমিলিয়া পেরেজ’র কারলা সোফিয়া গ্যাসকনও রয়েছেন এই তালিকায়।
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার পরিচালক ব্র্যাডি করবেট বাফটার সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। অস্কারের মনোনয়ন তালিকায়ও তার নাম রয়েছে। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন ‘এমিলিয়া পেরেজ’র জ্যাকিস অডিয়ার্ড, ‘আনোরা’র শন বেকার, ‘দ্য সাবস্ট্যান্স’র করেলি ফারগিট এবং ‘আ কমপ্লিট আননৌন’র জেম্স ম্যানগোল্ড।
সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন ইউরো বরিসভ, কিয়েরান কুলকিন, এডওয়ার্ড নর্টন, গাই পিয়ার্স এবং জেরেমি স্ট্রং। এই বিভাগে বাফটা জিতেছেন কিয়েরান কুলকিন। সেরা পার্শ্ব অভিনেত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন মনিকা বারবারো, আরিয়ানা গ্র্যান্ডি, ফেলিসিটি জোন্স, ইসাবেলা রসেলিনি এবং জো সালদানা। বাফটা জয়ের পর জো সালদানার অস্কার জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
মনোনয়ন তালিকা অনুযায়ী, এবারের অস্কারে ‘এমিলিয়া পেরেজ’ সবচেয়ে বেশি পুরস্কার পেতে পারে। সেরা অ্যানিমেশন ফিচার ফিল্মের দৌড়ে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’ বাফটা জিতেছে। অস্কারেও এটি অন্যতম দাবিদার।
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হেয়ার’, ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিড্ল’, ফ্রান্সের ‘এমিলিয়া পেরেজ’, জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাকরেড ফিগ’ এবং লাটভিয়ার ‘ফ্লো’ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।