বৃহস্পতিবার ৩০ অক্টোবর, ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ, দোয়া চাইলেন স্ত্রী

রাইজিং স্পোর্টস

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ, দোয়া চাইলেন স্ত্রী/ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্ত্রী জান্নাতুল কাওসার একটি ছবি শেয়ার করার পর সবার সামনে আসে। শেয়ার করা ছবিতে রিয়াদকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

জান্নাতুল কাওসার তার পোস্টে রিয়াদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!”

অনুসন্ধানে জানা গেছে মাহমুদউল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

তিনি আরও লেখেন, “সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”

আরও পড়ুন