শুক্রবার ৮ আগস্ট, ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন

ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার ওপেন হার্ট সার্জারির প্রস্তুতি চলছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এক ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি তার পোস্টে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন অসুস্থ হওয়ায় ঢাকা এভারকেয়ার হসপিটালে ওপেন হার্ট সার্জারীর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি পোস্টে আরও জানান, আগামী শনিবার অপারেশন করা হবে, ইনশাআল্লাহ। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ তায়ালা উনাকে সুস্হতার নেয়ামত দান করুক। আমীন।

আরও পড়ুন