কলম্বিয়ার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পেরুর লিমায় তার কনসার্টটি বাতিল করতে হয়েছে। এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন শাকিরা নিজেই।
তিনি জানান, পেটে সমস্যা হওয়ায় তিনি লিমার কনসার্টে অংশ নিতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে গান গাওয়ার মতো অবস্থায় নেই শাকিরা। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাকিরা তার বিবৃতিতে বলেন, "আমি দুঃখিত যে আজ মঞ্চে উঠতে পারব না। পেরুর দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।"
শুক্রবার সন্ধ্যায় পেরুতে পৌঁছান শাকিরা। সেখানে রবি ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা সফরের দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে গিয়েছিলেন এই শিল্পী। এর আগে তিনি ব্রাজিলে গান গেয়েছিলেন। এরপর তার কানাডা ও ব্রাজিল যাওয়ার কথা রয়েছে।
লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে শাকিরা আপ্লুত হয়েছিলেন। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভক্তদের ভিড় দেখা গিয়েছিল।
শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি বলেন, "এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।"
শাকিরা দ্রুত সুস্থ হয়ে উঠার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শোতে পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।"
সূএ: বার্তা সংস্থা এপি
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC