জান্নাতুল সুমাইয়া হিমি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক শেষ করেছেন। সিজিপিএ ৩.৫৮ (৪-এর মধ্যে) পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (১১ জুলাই) হয়ে গেল সমাবর্তন। হিমি বলেন, ‘গ্র্যাজুয়েশন ঠিকমতো সময়ে শেষ করতে পারব কি না, সেটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল। কারণ ঠিকমতো পড়াশোনা আর অভিনয় চালিয়ে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল। এটা বোঝানো যাবে না। কনভোকেশনের পর সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। অনেক দিন দম ফেলার সময় পাই নাই। এবং আপাতত হাতের কাজগুলো সেরে দু-এক বছর পর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চাই বিদেশে।একসময় অভিনয়ের পাশাপাশি মার্কেটিং নিয়েও কাজ করব।
তিনি আরে বলেন, ‘আব্বু এবং আম্মু, তোমাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া আজকের এ অর্জন কখনোই সম্ভব হতো না।আমার বাবা-মায়ের আদেশ ছিল, আগে পড়াশোনা তারপর অন্য কিছু।তোমাদের ত্যাগ, নির্দেশনা ও আমার প্রতি বিশ্বাসের জন্য ধন্যবাদ। আজকে আমি যা কিছু করেছি, সবটাই তোমাদের জন্য।’
উল্লেখ, তার অভিনীত ‘পরাণ পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’ , ‘জামাই শ্বশুরের কোরবানি ইত্যাদি এবার ঈদে
দর্শকদের মন কেড়েছে এবং ভালো সাড়া পেয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC